Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

২৯ বছর পর কাদিজের কাছে বার্সার হার


Bangla 24 প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২০, ১:৩২ অপরাহ্ন / ৯৯৭০
২৯ বছর পর কাদিজের কাছে বার্সার হার
91 Views

চোট থেকে সেরে উঠে কিছুদিন আগেই অনুশীলনে ফিরেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। প্রস্তুতি নিচ্ছিলেন ফিটনেস পরীক্ষা দেয়ার। রোববার ফিটনেস টেস্ট দিয়েছেন তিনি। পাশ করায় চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলতে  নড়াইল এক্সপ্রেসের আর কোনো বাঁধা নেই।

জানা গেছে, বিপ টেস্টে বিসিবির দেয়া নির্ধারিত মাপকাঠি ছুঁয়ে ফেলেছেন মাশরাফী। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ফিটনেস টেস্ট উতরে গেলেও মাশরাফী বঙ্গবন্ধু টি-২০ কাপে কোন দলে খেলবেন তা এখনো নিশ্চিত হয়নি। লটারির মাধ্যমে তার নির্ধারণ হতে পারে। আজই অনুষ্ঠিত হতে পারে সেই লটারি। এরপরই জানা যাবে চলমান টুর্নামেন্টে কোন দলে খেলবেন এই পেসার।