অবগাহন
——————–
মোসাম্মৎ আকলিমা আখতার ( শীতল)
ফাগুনের সোনাঝরা বিকেল পেরুতেই
এক ঝাঁক সাদা পায়রা
উড়িয়ে দিলাম শৃন্যে।
আবহমান কালের সেই চিরচেনা সুর বাজে
প্রানে সুরের ব্যঞ্জনা
সেই ফেলে আসা আশাহত হৃদে
কোন রচয়িতা রচনা করেছিল
বাঙালি প্রাণে কথার ঝুড়ি
আমার ভাইয়ের রক্তে রাঙানো
মহান ২১শে ফেব্রুয়ারী ।
ভাষা শহিদের তৃপ্ত বেদন
আশা জাগানিয়া স্বপ্নবাহন
ঘুরে ফিরে করি সদা বিচরণ
বাংলা ভাষায় অবগাহন ।
বাংলা প্রানে ঝংকার তুলে
বাংলা সারা বিশ্বে দুলে
পরায়ে দিয়াছে শহিদ ভাইয়েরা
লাল সবুজের থান
বাংলা আমার মাতৃভাষা
কোটি বাঙালির প্রাণ-তা
শহিদ ছেলের দান ।
আপনার মতামত লিখুন :