সরকারী কর্মকর্তা
—————–
ডা.আব্দুল কাফি
আমি সরকারী অফিসার
জেল হাজত হবে আমার!
সাধ্য আছে কার ?
নেতাদের চেয়ার স্বল্প সময় থাকে
সেবার ত্রুটি হলে ভোট দেয়না তাকে
ফের জিতে যায় শত্রু ভাবেন যাকে।
মাঝে মাঝে জেলে যেতে হয়-
গদি তাদের চিরস্থায়ী নয়
ক্ষমতাচ্যূত হলে বড় অসহয় ।
রাজ্য হল আমার বাপ-দাদার
ডানে-বামে অনেক সমঝধার
বাহাবা দেয়-নিরুপায় সরকার।
আমায় ছাড়া সরকার কেমনে চালায় দেশ
আমি হলাম রাজার রাজা বলছি সবিশেষ।
আপনার মতামত লিখুন :