বিজয়ের গান
———————————————
মোসাম্মৎ আকলিমা আখতার (শীতল)
বিজয় এসেছে বাঙালি প্রানে
বাজছে দামামা বাজছে মাদল
সাজছে লাল সবুজের শোকাচ্ছন্ন একটি পতাকা,
একটি দেশ, একটি মানচিত্র ।
প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমার
ভালোবাসি তোমায়
প্রানের চেয়ে ও বেশি।
তাইতো সুনীল বিশালতায়
হৃদয়ের সমস্ত ভালোবাসা
উড়িয়ে দিলাম শূন্যে
পুরো আকাশ জুড়ে বিজয়ের গান,
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে
পেয়েছি বিজয় ,
তাইতো , বিজয়ের পতাকা হাতে
আমি ঠাঁয় দাড়িয়ে আছি
আমি এক বাঙালি
আমি বাংলাকে ভালোবাসি ।
ভালোবাসি বাংলার সবুজ প্রান্তর
ভালোবাসি রাখালিয়া বাঁশি
ভালোবাসি ভালোমনের মানুষ গুলোকে
যাঁরা বাংলার তরে কাজ করে দিবানিশি ।
বাংলাকে ভালোবাসে যারা
অকাতরে বিলিয়ে দিয়েছিল প্রান
দুই লক্ষ মা -বোনেরা
হারিয়ে ছিল সম্ভ্রম
আমি তাদের কথা বলি
গাই তাদের জয়গান ।
সন্তানহারা কষ্টেকাতর
করুন মায়ের মুখ
ছলছল চোখে চাইছে স্বাধীনতা
চাইছে মুক্তি, মায়ের কোমল দুটি চোখ ।
সেই পথ বেয়েই এসেছিল বিজয়
দিয়েছিল বুকের তাজা রক্ত ঢেলে
বাংলার কৃষক, মজুর অগনিত জেলে
আমি তাদের কথা বলি
গাই বিজয়ের গান ।
আমি ভালোবাসি মুজিবের সোনার বাংলাকে
তাই তাঁরই দেখানো পথে হাঁটি,
আমি বাংলাকে ভালোবাসি ।
আপনার মতামত লিখুন :