পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ::: দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন্দ্র নাথ রায় (৭০) নামের এক পুলিশ সদস্যের পিতা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জানা যায়, মন্মথপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত হেম বাবু ছেলে রবীন্দ্র নাথ রায় (৭০) এর সাথে ৪ শতক কবলা কৃত জমির সীমানা নিয়ে একই গ্রাম কুমত রায়ের ছেলে কিশোর কুমার (৪৫) , নরেশ কুমার (৪০) ও পরেশ কুমার (৩৬) এর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এরই জেরে গত ২৯ শে ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় দখলের চেষ্টা করে তারা। এসময় বাঁধা দিলে রবীন্দ্র নাথ রায়ের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে কিশোর, নরেশ ও পরেশ। পিতাকে বেধরক মারপিটের ঘটনায় আতংকিত হয়ে ৯৯৯ এ ফোন করে সাহায্য চান ছেলে জগবন্ধু।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রাহণ করা হবে।
আপনার মতামত লিখুন :