মৌমাছি
——————————————-
মোসাম্মৎ আকলিমা আখ্তার (শীতল)
মৌমাছি মৌবনে
বাসা বুনে গাছের ডালে
আমার জানালার পাশে
কেন রে তুই সদলবলে?
তোর মধু তোর রানী
নিয়ে যা না দূরে কোথাও!
ফিরিস না আর আমার ঘরে
চলে যা না আকাশ পানে।
তোর মধুর রসে
তোর কাটার বিষে
সদা ভয় করি মিছে
হারাই পথের দিশে,
ফিরিস না আর আমার ঘরে
তোর ভয়ে প্রাণ ডরে।।
মৌমাছি কেঁদে বলে
বনের বৃক্ষ গেছে কমে
পৃথিবীর তাপ গেছে বেড়ে
কোথায় বুনবো আমি
আমাদের চাক খানি!
একটু সবুর কর
মানব জন্ম তব
জানি গড়বে সবুজ বন
আমরা ছুটে যাব ক্ষণ।
আপনার মতামত লিখুন :