শাহাজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:: পার্বতীপুরে করোনার টিকা এসে পৌছবে আগামী ৭ ফেব্রুয়ারী। দিনাজপুর সিভিল সার্জন অফিস সূত্রের বরাত দিয়ে পার্বতীপুর উপজেলা হেল্থ কমপ্লেক্স এর টিএইচও আব্দুল্লাহ হেল মাফি এ তথ্য জানান।
পার্বতীপুর উপজেলা হেল্থ কমপ্লেক্স এর ৫ সদস্যের একটি টিম ইতোমধ্যে করোনা টিকা প্রদানের প্রশিক্ষণ শেষ করেছেন। এখন শুধু টিকার অপেক্ষায়। তারা দিনাজপুর সিভিল সার্জন অফিসে ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ গ্রহণ করেন।
এ প্রশিক্ষণে উপজেলা হেল্থ কমপ্লেক্স এর টিএইচও সহ ১জন ডাক্তার, ১জন প্যাথোলজিষ্ট ও ২জন নার্স অংশগ্রহণ করেন। টিকা পৌছিলেই পার্বতীপুর উপজেলায় মহামারী করোনা রোগের টিকা প্রদান শুরু হবে।
ইতোমাধ্যে দিনাজপুর সিভিল সার্জন অফিসে ৯৬ হাজার টিকার এসে পৌঁছেছে। পার্বতীপুর উপজেলা হেল্থ কমপ্লেক্স এর টিএইচও জানান, কি পরিমাণ টিকা আসবে তা এখনও জানা যায়নি।
আপনার মতামত লিখুন :