সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) :::: নেটওয়ার্ক ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার স্বর্ণ কিশোরীকে ক্রেষ্ট প্রদান করা হয়। রবিবার সকালে শহরের জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬৬ জন স্বর্ণ কিশোর-কিশোরীকে দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম,অবসরপ্রাপ্ত শিক্ষক মাহফুজুল ইসলাম, স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংবাদ উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া, দিনাজপুর গ্রাজুয়েট স্বর্ণ কিশোরী আফছানা মিমি, দৈনিক মানব বার্তার স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসেন ও সংগঠনের স্বর্ণ কিশোরী সানজিদা ইয়াসমিন খুশি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোর রিফাত ও রাজিব।
আপনার মতামত লিখুন :