পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :::: দিনাজপুরের পাবতীপুরে সড়ক দূর্ঘটনায় ইব্রাহীম (১০) নামে ৪র্থ শ্রেণীর এ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৬ ফের্রুয়ারী) সন্ধা ৭ টায় পলাশবাড়ী-পার্বতীপুর সড়কের নওদাপাড়া মোড়ে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের উজ্জল আলীর ছেলে ইব্রাহীম (১০) বাইসাইকেল যোগে পার্বতীপুরে আসছিলো। একই সময়ে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রলি (ভটভটি) সাইকেলকে ধাক্কা দিলে ট্রলির চাকার নিছে ছিটকে পড়ে ইব্রাহীম। মাথা থেথলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘাতক ট্রলির ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল হতে পালিয়ে যায় ।
পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ট্রলিটি থানা হেফাজতে নিয়ে যায়।
পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম ফারুক ঘটনাস্থলে উপস্থিত সৃষ্ট উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় নিহত ইব্রাহীমের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :