অজয় বাশফোড় ::: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (GBK) অফিসের আয়োজনে Capacity Building Workshop for the Volunteers and Understanding the SDGs এর দিন ব্যাপী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুস্ঠিত হয়।
পার্বতীপুর, সৈয়দপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জের বিভিন্ন প্রতিস্ঠান ও যুব সংগঠনের প্রায় ৪০ জন যুবক ছেলে মেয়ে স্বেচ্ছাসেবক বিষয়ে প্রশিক্ষণ নেয়।
প্রশিক্ষণের শেষে ৬ জন স্বেচ্ছাসেবক সুবাস দাস, লিলি বাস্কে, জ্যোতি জেসমিন টুডু, রোজমেরী মুরমু,ফিলিমন হেম্ব্রম ও অজয় বাশফোড় কে Best GBK(গ্রাম বিকাশ কেন্দ্র) Volunteer এর সনদ ও গেন্জি প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্য দেন, UN volunteers Bangladesh এর Country co-ordinator মোঃ আক্তার উদ্দীন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, গ্রাম বিকাশ কেন্দ্র (GBK)এর পরিচালক জনাব মোয়াজ্জেম হোসেন, কাম টু ওয়ার্ক এর নির্বাহী পরিচালক মতিউর রহমান।
আপনার মতামত লিখুন :